দৈনিক তালাশ.কমঃ ভালুকা প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ আগষ্ট শুক্রবার দুপুরে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ভালুকা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ভালুকা উপজেলা শাখার সভাপতি নিলিমা তাছলিম মিলির সভাপতিত্বে এবং বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিউলী আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জালাল পাঠান, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ভালুকা উপজেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক নাছিমা আক্তার, দপ্তর সম্পাদক দিলারা খাতুন, অর্থ বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার, আইন বিষয়ক সম্পাদক আসমা আক্তার, ত্রান বিষয়ক সম্পাদক মিনার আক্তার।এছাড়াও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ইউনিয়ন ও ওয়ার্ড এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।