দৈনিক তালাশ.কমঃ অদ্য ২৬/০৮/২০২৩ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এঁর সার্বিক তত্ত্বাবধানে ও উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন শাসনগাছা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১) ফারুক হোসেন, পিতা: মৃত শাহজাহান, সাং-রামচন্দ্রপুর, থানা: ব্রাহ্মণপাড়া, জেলা: কুমিল্লা এবং ২) মো: ইমন হোসেন (১৯), পিতা: মৃত আলম হোসেন, সাং- বাঁশগাড়ি, থানা: রায়পুরা, জেলা: নরসিংদীকে পরস্পর যোগসাজশে ১২ কেজি গাঁজা বহনের সময় হাতে নাতে আটক করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অন্যান্য সদস্যও অংশগ্রহণ করে। উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেন।