হিন্দুদের ভোট আওয়ামী লীগের জন্য,অ্যাডভোকেট খোকন সাহা 

দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের আট থেকে নয় শতাংশ ভোট। আপনারা একটি এলাকার এমপি নির্বাচিত করতে পারবেন। হিন্দুদের ভোট আওয়ামী লীগের জন্য রিজার্ভ, মুক্তিযুদ্ধের পক্ষের জন্য রিজার্ভ। নেত্রী সংখ্যালঘুদের পছন্দ করে সংখ্যালঘুরাও নেত্রীকে পছন্দ করে।

শুক্রবার (২৫ আগষ্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন,আমার দলের লোক দেবোত্তর সম্পত্তি খাবে আমি কথা বলব না এটা হবে না। আমি যতদিন বেঁচে থাকবো কাউকে এসকল সম্পত্তি দখল করতে দেব না।

আমার একটা ঘোষণা আছে। নারায়ণগঞ্জে কোন দেবোত্তর সম্পত্তি এমনকি কোন মসজিদের জায়গাও দখল করতে দেব না। আমি এমন একটি দখলদারের বিরুদ্ধে নামতে গিয়ে ঢাকা সাইবার আইনে মামলায় হাজিরা দিয়ে এসেছি। এমন মামলা অনেক খেয়েছি। নিজের দল থেকে করা হল একটা।

তিনি আরো বলেন, নির্বাচন আসলেই মন্দির ভাংচুর হয়। পৃথিবীর সব দেশে এটা হয়। উন্নত দেশে সংখ্যালঘুদের প্রোটেকশন দেয়া হয়, নিজেকে সংখ্যালঘু ভাববেন না। আপনি এ দেশের নাগরিক। আমি এটা কখনও ভাবি না।

তিনি বলেন, অনেকে অনেক কথা বলেন। বিরু ভাই অসাম্প্রদায়িক পরিবারের সন্তান। তিনি এদেশের মানুষের জন্য কাজ করতে চান। শেখ হাসিনা এদেশের মানুষের একমাত্র অভিভাবক। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে সব এক হয়েছে। আজ আপনাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *