দৈনিক তালাশ.কমঃসোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে ডাকাতির সহিত জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ০৬(ছয়) জন আসামী
১। মোঃ শামিম হোসেন (৩৫), পিতা-মৃতঃ আব্দুল হাকিম, সাং কুন্দিহার, থানা-বানারী পাড়া, জেলা- বরিশাল, ২। মোঃ আরিফুল ইসলাম (২৬), পিতা-আঃ মজিদ সরকার, সাং পরমনহারা, থানা-উল্লাহ পাড়া, জেলা- সিরাজগঞ্জ, ৩। নাহিদুল ইসলাম (৩৩), পিতা-নজরুল ইসলাম, সাং চর পাকেরদহ, থানা- মাদারগঞ্জ, জেলা-জামালপুর, ৪। মোঃ মিলন (৪৬), পিতা-মৃতঃ আলী আহাম্মেদ, সাং ভৈরকাঠি, থানা-উজিরপুর, জেলা-বরিশাল, (বাংলাদেশ সেনাবাহিনীর বহিষ্কৃত সার্জেন্ট), ৫। মোঃ রায়হান সরকার মামুন (৩০), পিতা-বাদশা আলম, সাংহিরাপুর, থানা-মুরাদনগর, জেলা- কুমিল্লা, এ/পি কুনিয়া, থানা- গাছা, জিএমপি-গাজীপুর, ৬। মোঃ নয়ন (২৬), পিতা-ফুলমিয়া, সাং কুসুমদী ইছাপাশা, থানা- আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর’দের গ্রেফতার করা হয়েছে এবং ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল (ক) সাদা রংয়ের টয়োটা হাইস গাড়ি, (ম) লুষ্ঠিত নগদ ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা, (গ) কালো রংয়ের প্লাস্টিকের বাট-যুক্ত সিলভার রংয়ের স্টীল বডির একটি খেলনা পিস্তল, (ঘ) একটি জলপাই রংয়ের কোটি, যার সামনে ও পিছনে হলুদ রংয়ের কাপড় দ্বারা DB DMP লেখা আছে, (ঙ) একটি ভাঙ্গা ও অকেজো ওয়াকিটকি (ওয়ারলেস সেট), (চ) একটি কালো রংয়ের লেজার লাইট, (ছ) একটি হেনদা, (জ) কাঠের বাট যুক্ত মরিচা পরা একটি চাইনিজ কুড়াল, (ক) একটি বাশের লাঠি (ঞ) তিনটি চেক গামছা, (ট) একজোড়া হাতকড়া যাতে বাংলাদেশ পুলিশের মনোগ্রাম খোদাই করে লেখা আছে, ঠ) ০৪টি এন্ড্রোয়েট মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।
উক্ত ডাকাতির ঘটনায় ধৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় নিয়মিত ডাকাতি মামলা রুজু প্রক্রিয়াধীন।