র‌্যাব-৯,অভিযানে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এলাকা থেকে ৪৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃসেলিম মাহবুব, সিলেটঃর‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভুমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিলেট এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন এলাকা থেকে ৪৪ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি আভিযানিক দল ২৪ আগস্ট ২০২৩ ইং তারিখ রাত অনুমান ০২.২০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন শিবপুর কলিকারা এলাকায় অভিযান পরিচালনা করে ৪৪ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন দড়িলাপাং এলাকার বাসিন্দা বারেক মিয়ার ছেলে শরিয়তুল্লাহ (২০) এবং একই থানার নবীপুর এলাকার বাসিন্দা খলিল মিয়ার ছেলে সুজন (২১)। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *