পাওনা টাকা উদ্ধার ও জীবনের নিরাপত্তা চায় অসহায় মোঃ ইদ্রিস

দৈনিক তালাশ.কমঃ পাওনা টাকা উদ্ধার ও জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন এক ভুক্তভোগী। ভুক্তভোগী পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে থানাধীন চালিতা গ্রামের মৃত এছাহাক গাজীর ছেলে মোঃ ইদ্রিস। মোঃ ইদ্রিস লিখিত আবেদনে জানান, মোঃ হায়দার আলী খান, পিতা- মৃত হাজী হোসেন আলী খাঁন, সাং- কাফিলা, পোঃ কাফিলা, থানা-বাকেরগঞ্জ, জেলাঃ বরিশাল, বর্তমান- বাড্ডা, সাতারকুল, থানা- বাড্ডা, জেলা- ঢাকা তিনি ইদ্রিসের পূর্ব পরিচিত। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে জীবিকার তাগিদে মোঃ ইদ্রিস সৌদি আরবে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে অভিযুক্ত মোঃ হায়দার আলী খান তাকে সৌদি আরব প্রবাসে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার বিনিময়ে পাঠাবে বলে মৌখিক চুক্তি করে।

চুক্তি অনুযায়ী বিভিন্ন মেয়াদে মোঃ ইদ্রিসের কাছ থেকে ৩,৬৫,০০০/- (তিন লক্ষ পঁয়ষট্টি হাজার) টাকা নেয় অভিযুক্ত মোঃ হায়দার আলী খান। ৩,৬৫,০০০/- (তিন লক্ষ পয়ষট্টি হাজার) টাকা নিয়ে বিগত ২ বছর যাবৎ আজকাল পাঠাবে বলে তাল বাহানা করতে থাকে। প্রায় এক বছর পূর্বে অভিযুক্ত মোঃ হায়দার আলী খান তার নিজের ছোট ভাইকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য ইদ্রিসকে কু-প্রস্তাব দেয়।সেই কু-প্রস্তাবের রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয় মোঃ হায়দার আলী খান। ক্ষিপ্ত হয়ে তিনি মোঃ ইদ্রিসকে বিদেশ পাঠানবেন না এবং তার টাকাও দিবেন না বলে মনস্থির করেন। টাকা চাইতে গেলে তিনি মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর ভয় দেখান মোঃ ইদ্রিসকে। তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে মিথ্যা মামলা লিখে অপপ্রচারও করছে।

এ বিষয়ে মোঃ ইদ্রিস বলেন, গত ১৪/০৮/২০১৩ইং তারিখে তার কাছে মোবাইল ফোনে টাকা চাইলে আমার মাকেসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন মোবাইল নম্বর দিয়ে হুমকি প্রদান করে আসছে। তিনি আমাকে যে কোন সময় মিথ্যা মামলা সহ, গুম, খুন, অপহরণ করতে পারে। তাই আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের সু-দৃষ্টি কামনা করছি। এ বিষয়ে অভিযুক্তের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *