দৈনিক তালাশ.কমঃ সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ/ জনাব মোঃ মহিদুল ইসলাম এঁর নেতৃত্বে থানার এসআই(নিঃ) মোঃ সাইফুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ শাহানুর আলম, এএসআই(নিঃ)/ জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ২৩ আগস্ট, ২০২৩, সময় ১৮.২০ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন সাতক্ষীরা টু বৈকারী সড়কের ভাদড়া মাঠস্থ মেসার্স আঁখি ইট ভাটার সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১. মোঃ ফিরোজ হোসেন(২৬), পিতা-মোঃ শওকত আলী ,স্থায়ী: গ্রাম- সুলতানপুর (সরদারপাড়া) , থানা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরা, ২. মোঃ সিরাজুল ইসলাম(৩৪), পিতা-মোহাম্মদ আলী ,স্থায়ী: গ্রাম- কৃষ্ণনগর (কাটাখালী) , থানা-পাইকগাছা, জেলা -খুলনা, বর্তমান: গ্রাম- সুলতানপুর (ঝিলপাড়া জনৈক ফিরোজ এর বাসার ভাড়াটিয়া) , থানা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীদ্বয়ের দেহ তল্লাশি করিয়া তাহার হেফাজত হইতে পৃথকভাবে সর্বমোট ১০০০(এক হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ১০০ গ্রাম, মূল্য অনুমান ২,৫০,০০০/- টাকা, এবং মোট ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়-
২য় অভিযানে অত্র থানার এসআই (নিঃ) সৈকত মল্লিক, এসআই(নিঃ)/তন্ময় কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ২৪ আগস্ট, ২০২৩,সময় ভোর ০৪:৪৫ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন লাবসা ইউনিয়নের দেবনগর সাকিনস্থ সরকারী পুকুরকান্দা মথুরাপুর বাইপাস চৌরাস্তার মোড় পাকা রাস্তার উপর হইতে আসামী ১. ফিরোজ সরদার রাজু(৩০), পিতা-রব্বানী সরদার গ্রাম- সাং-বশিরহাট,থানা-উত্তর চব্বিশ পরগনা ২. সাইফুল ইসলাম(৩০), পিতা-শফিকুল ইসলাম , গ্রাম-সাং-বশিরহাট,থানা উত্তর চব্বিশ পরগনা, দেশ ভারত দ্বয়কে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীদ্বয়ের দেহ তল্লাশি করিয়া তাহার হেফাজত হইতে ১৪ বোতল বিদেশী মদ, ওজন ১০,৫০০ এমএল, মুল