দৈনিক তালাশ.কমঃ আসুন,নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি।দেশ আমার, দেশের প্রতি দায়িত্ব ও আমার।তাই নিজ নিজ দায়িত্ববোধ এর জায়গা থেকে দেশের জন্য কাজে নেমে পড়ি। ও দেশকে একটি পরিচ্ছন্ন রাষ্ট্র হিসাবে পরিচিতি দিই। আগামী প্রজম্নকে একটি পরিচ্ছন্ন দেশ উপহার দিই।
সবাই নিজ নিজ স্থান থেকে পরিচ্ছন্ন হই এবং ধুয়ে মুছে পরিষ্কার করতে চাই মানুষের মানসিকতাকে।
আমার দেশের কল্যানে অবদান রাখতে পারলে আমি বেচে থাকবো আগামী প্রজন্মের কাছে।
তাই আসুন,যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিত্যাগ করে নির্ধারিত স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে নিজেকে আদর্শ ও সুনাগরিক হিসেবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেই যে “আমি বাঙ্গালী,আমি বাংলাদেশী,আমি সুনাগরিক”।
উক্ত ইভেন্ট টি বিডি ক্লিন ঢাকা উত্তর ; ফার্মগেট জোন কর্তৃক সফল ভাবে সম্পন্ন করা হয়েছে।স্থানঃ তেজ কুনিপাড়া খেলাঘর মাঠ থেকে কলমিতলা বাজার পর্যন্ত ।