সুনামগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১জন ছাতকের

দৈনিক তালাশ.কমঃ সেলিম মাহবুব, সুনামগঞ্জঃসুনামগঞ্জ সদর উপজেলার দিরাই রাস্তা সংলগ্ন সিলেট – সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় কাভার্ডভ্যান ও একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু ঘটেছে। বুধবার (২৩ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সিএনজি চালক ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্যাদ গ্রামের জিয়াউল ইসলাম (২৫) ঘটনাস্থলেই মারা গেছেন। এ সময় সিএনজিতে থাকা আরো ৫ যাত্রী আহত হয়েছেন৷ আহত তিন জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।

জিয়াউল ইসলাম ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্যাদ-টেকেরবাড়ি গ্রামের শাহবাজ আলীর পুত্র৷প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সাথে বিপরীতগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালিত অটোরিকশার চালক। গাড়িতে থাকা আহত আরো ৫ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জিসান রহমান নাবিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থল পৌঁছে সিএনজি চালকের মরদের উদ্ধার করেছেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *