দৈনিক তালাশ.কমঃকর্মসূত্রে সরকারি দায়িত্ব পালনের নির্দেশে ঢাকা থেকে বদলি হয়ে ভোলার বোরহানউদ্দিন থানায় আসেন।গত এক বছর আগে বোরহানউদ্দিন থানা থেকে ভোলা সদর থানায় বদলি হন।বোরহানউদ্দিন থানায় দায়িত্ব পালনকালীন সময়ে ওনার বহু ভালো কাজের সাক্ষী আমি।ওনার কর্ম-জীবনে এমন কিছু ঘটনা আছে যা শুনলে যে কেউ আশ্চর্য হয়ে যাবেন।বোরহানউদ্দিন থানার ওসি থাকা কালীন রিক্সাওয়ালা, দিনমজুর এমন কি খেটে খাওয়া মানুষগুলো নির্ভয়ে সরাসরি তার দরবারে এসে নালিশ করতে পারতেন।
প্রকৃতপক্ষে একজন থানার ওসি এমনই হওয়া উচিৎ। কোন কারণে যেকোনো কেউ ফোন করলে তিনি রিসিভ করন। কোনো কারণে যদি ফোন রিসিভ না করতে পারে পরবর্তীতে ফোন ব্যাক করেন।
আপনি সারা জীবন মানুষের সেবা করে যেতে পারেন,সততার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে পারেন, এমনটাই আপনার কাছে কামনা করছি।