ছাতক পৌর সভার গণক্ষাই মহল্লায় হামলা পাল্টা হামলায় আহত ৩

দৈনিক তালাশ.কমঃসেলিম মাহবুব, সুনামগঞ্জঃছাতকে পৌরসভার গণক্ষাই গ্রামের দু”পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনায় ৩ ব্যাক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ইব্রাহিম চৌধুরী (২০) ও সাজেদ আহমদকে (২৪) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জাকির হোসেন চৌধুরী (৪৫) ছাতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় সুত্রে জানাগেছে, গণক্ষাই গ্রামের বাসিন্দা আছাব মিয়া চৌধুরীর পুত্র স্থানীয় রাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন চৌধুরী ও গ্রামের নুরুল হক চৌধুরীর মধ্যে পুর্ব বিরোধ রয়েছে। তারা দু”পক্ষই পরস্পর আত্মীয়। তাদের মধ্যে কিছু দিন আগেও মারামারির ঘটনা ঘটেছে। গ্রামের আম্বিয়া নামের একজনের সাথে জমি নিয়ে জাকির হোসেন চৌধুরীর বিরোধ ও মামলা রয়েছে। এ মামলার স্বাক্ষী ইব্রাহিম চৌধুরী। রবিবার বিকেলে বাড়ির পাশে রাস্থায় নুরুল হক চৌধুরীর পুত্র ইব্রাহিম চৌধুরীর উপর হামলা করে জাকির হোসেন চৌধুরী। হামলায় গুরুতর আহত হয় ইব্রাহিম চৌধুরী। হামলার ঘটনার খবর পেয়ে নুরুল হক চৌধুরীর পুত্ররা শিক্ষক জাকির হোসেন চৌধুরীর উপর পাল্টা হামলা করে। এ সময় ওই শিক্ষকের বসত বাড়িতেও হামলা করেছে প্রতিপক্ষরা। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে সাজেদ আহমদ ও জাকির হোসেন চৌধুরী আহত হন। গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপরজন ছাতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয় সুত্র জানিয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রাতেই থানায়ও পাল্টা-পাল্টি অভিযোগ দেয়া হয়েছে। জাকির হোসেন চৌধুরী বাদী হয়ে আবু বক্কর সিদ্দিক চৌধুরীকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। এদিকে নুরুল হক চৌধুরীর পুত্র আবু তায়িব চৌধুরী বাদী হয়ে জাকির হোসেন চৌধুরী সহ ৩ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *