ছাতকে প্রধানমন্ত্রীর উপহার শিক্ষা সামগ্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে বিতরণ

দৈনিক তালাশ.কমঃ সেলিম মাহবুব, সুনামগঞ্জঃছাতকে প্রধানমন্ত্রী কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল, ছাতা, স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এর আগে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কাউকে পেছনে রেখে নয়-সকল শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষকে সাথে নিয়েই স্মার্ট বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দেয়া এ উপহার সম্মানের সাথে গ্রহণ ও ব্যবহার করে সু-শিক্ষিত হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে শিক্ষার্থীদের প্রতি আহবান তিনি। এসময় তিনি সরকারীভাবে চালু হওয়া সামাজিক সুরক্ষার ক্ষেত্রে সার্বজনীন পেনশন স্কীমের সুফল ও সুবিধা গুলো তুলে ধরে বলেন, সরকারের সময় উপযুগী এ পদক্ষেপ প্রসংসার দাবী রাখে। বিষয়টি প্রচার করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে এবং ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব ও তথ্য আপা সাবিহা মোস্তারীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আবু সাদাত লাহিন, সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সুহেল, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ প্রমুখ। এসময় উপজেলা প্রকৌশলী আফসার আহমদ, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক থানার ওসি শাহ আলম, সামজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান, উপজেলা সহকারী প্রথমিক কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্ত্তী, প্রকল্প কর্মকর্তা কে এম মাহবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দীক সহ কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও উপকারভোগী নৃ-গোষ্ঠির শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক ছাতক পৌরসভা পরিদর্শন করে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সাথে মতবিময়ে অংশ নেন। সেই সাথে পৌর সভায় নির্মাণাধিন অত্যাধুনিক অডিটোরিয়াম পরিদর্শন করে এর ভূয়সী প্রসংশা করেন। পরে তিনি সহকারী কমিশনার(ভুমি)র কার্যালয় পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *