দৈনিক তালাশ.কমঃকুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশের অভিযানে মোটরসাইকেলের সিটের মধ্যে থেকে ২৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো শফিকুল ইসলাম (৩১), আবু তাহের ওরফে তাইয়ুব (২৫)।
মঙ্গলবার (২২ আগস্ট) রাত ৮ টার দিকে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন ছয়ঘড়িয়া এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এ তথ্য জানিয়েছেন।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এর নির্দেশে এসআই(নিঃ) মোঃ আব্দুর রহিম চান্দিনা থানাধীন ছয়ঘড়িয়া নামক স্থানে সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন মোবাইল ডিউটিতে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালানোর সময় কুমিল্লা থেকে ঢাকাগামী মোটরসাইকেল নং- ঢাকা মেট্রো ল-২৭-১৯৯৬ ঢাকার দিকে যাওয়ার কালে তাকে সংকেত দিয়ে থামানোর চেষ্টাকালে মোটরসাইকেল চালক ও আরোহী কৌশলে পালানোর চেস্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম (৩১) ও আরোহী আবু তাহের ওরফে তাইয়ুব (২৫) কে আটক করা হয়।
এ সময় তাদেরকে পালানোর কারন জিজ্ঞাসাবাদ করিলে তারা সঠিক কোন উত্তর দিতে না পারায় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় তাদের মোটরসাইকেলটিকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে মোটরসাইকেল এর সিট কভারের নিচে চেসিসের পাইপে বিশেষ কায়দায় ০৫ টি সাদা প্লাষ্টিকের পলিপ্যাকে (পাইপ আকৃতির) সর্বমোট ২৫০০ (দুই হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোঃ খাইরুল আলম আরও জানান, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।