ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিপলু আহমদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি

দৈনিক তালাশ.কমঃসেলিম মাহবুব,সুনামগঞ্জ:ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিপলু আহমদকে ছাত্রলীগের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে ছাত্রলীগের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। ২০ আগষ্ট সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের প্যাডে জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে ও সাধারন সম্পাদক আশিকুর রহমান রিপন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

শিপলু আহমদ ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচাতো ভাই। সংগঠন পরিপন্থি কার্যক্রমের অভিযোগে শিপলু আহমদ সহ জেলা ছাত্রলীগের ৯ জন, তাহিরপুর উপজেলার ৩ জন, জামালগঞ্জ উপজেলার ১ জন ও দক্ষিন শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের ১ জন সহ ১৫ জন বিভিন্ন পদে দায়িত্ব পালন করা নেতাকে একই স্বাক্ষরে স্ব স্ব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়। জেলা ছাত্রলীগের এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ছাত্রলীগ থেকে তাদের স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদে সুপারিশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *