দৈনিক তালাশ.কমঃঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নে সঠিক মাপ ছাড়া সরকারি খাল খনন করায়, অসহায় সাধারণ মানুষের আজ অনাহারে , অর্ধাহারে,অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে দিন কাটাচ্ছেন ভুক্তভোগীরা।
কৃষি নির্ভর ছিল তাঁরা। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন অসহায় সাধারণ মানুষেরা। তাদের বেঁচে থাকার অধিকার হস্তক্ষেপ করে নিয়েছে কিছু ভূমিদস্যু। কৃষি জমি কেটে ফেলেছে ভূমি দস্যুরা।
শুধু কৃষি জমি নয়, রেকর্ডীয় সম্পত্তি কেটে নিয়েছে অবৈধ ভাবে। ঘরবাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে। কেড়ে নিয়েছে নিরাপদ বাসস্থান। বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে, হাহাকারে প্রতি মূহুর্তে দিনের পর দিন কাটাচ্ছে।
তাদের চোখে মুখে সব সময় ভয় কাজ করছে।ভূমিদস্যুরা তাঁদেরকে অমানবিক আচরণ ও অন্ধকার ভবিষ্যতে ফেলে দিচ্ছে । সরজমিনে তদন্ত করে জানা যায় প্রতিবাদ করতে গেলে ভূমিদস্যুদের হুমকির সম্মুখীন হয় সাধারণ মানুষেরা কেউ ভুক্তভোগীদের কথা কর্ণপাত করেনা।
অসহায় ভুক্তভোগীরা জানায় ভূমি দস্যুরা বলেছে, বড় ভাই আছে, কথা বললে আর টাকা না দিলে বেশি বেশি করে মাটি কেটে নিব।
তাঁরা আরো জানায় , সরকারের দোহাই দিয়ে তাদের রেকর্ডীয় মালিকানা সম্পত্তি জব্বর দখল করে ভূমিদস্যুরা মাটি কেটে নিয়েছে । ভূমি দস্যুদের মূল উদ্দেশ্য ছিলো মাটি বিক্রির টাকা হাতিয়ে নেওয়া।
বাহ্রা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সাফিল উদ্দিন বলেন, এই অঞ্চলের মানুষেরা কৃষি নির্ভর শীল আর কৃষি কাজের জন্যে পানি সরবরাহ খুবই প্রয়োজন ছিল কিন্তু পানি উন্নয়ন বোর্ডের ঐ খাল খননের কাজে অভিযোগ উঠেছে কন্টাক্টর মিলনের অমানবিক নির্যাতনের কারণে। তিনি আরো বলেন,কিছু ঘর বাড়ি তছনছ করে ফেলেছে আমি সরজমিনে গিয়ে দেখি খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। আমি আছি অসহায় মানুষের পাশে।
নবাবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান বলেন,এটা তো পানি উন্নয়ন বোর্ডের কাজ, আমি কি করতে পারি আমি অভিযোগ পেয়েছি খাল খননের কাজ প্রায় শেষ তখন। এরপর আমি সরজমিনে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হালিমকে পাঠাই।
সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল হালিম বলেন, পানি উন্নয়ন বোর্ড জানে, কিভাবে খাল খনন করবে, কি পরিমাপ করা হয়েছে আমি জানি না । আমার কাছে কোনো পানি উন্নয়ন বোর্ডের কাগজপত্র আসে নাই আমি অবগত না ঐ খাল খননের কাজের।
এখন সরকারের কাছে অসহায় মানুষের আবেদন, তাদের জীবনের নিরাপত্তা, নিরাপদ বাসস্থান ও ক্ষতিপূরণের দাবি। তাঁরা যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে। আরও অনুরোধ অসহায় মানুষের সরকারের কাছে, সরকার যেন ভূমি দস্যুদের জন্য কঠিন তম শাস্তির ব্যবস্থা করে ।