ছাতকে অধ্যাপক ফকর উদ্দিন স্বপনের ষড়যন্ত্রমূলক মামলা থেকে জামিন পেলেন আপন দুই সহোদর

দৈনিক তালাশ.কমঃসেলিম মাহবুব, সুনামগঞ্জ:ছাতকের পৌর শহরের মন্ডোলীভোগ সুজন চৌধুরী রোডস্থ শাহজালাল আবাসিক এলাকায় মধ্যে রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ছাতক থানায় একটি মামলা হয়। জি আর মামলা নং- ২১২/২৩ (ছাতক) মামলার বাদি ছাতক সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক ফকর উদ্দিন স্বপন, সোমবার সকালে সুনামগঞ্জ চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাদুজ্জামান’র আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন কালারুকা ইউনিয়নের হরিষপুর গ্রামের বাসিন্দা ও বর্তমানে পৌর শহরের মন্ডোলীভোগ মহল্লার নাগরিক দুই সহোদর আবুল কালাম ও আব্দুস সালাম রুবেল। তাদের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল জানান বিজ্ঞ আদালতে জামিন আবেদন করলে সুনামগঞ্জ অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাদুজ্জামানের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *