দৈনিক তালাশ.কমঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের র্যালিতে যোগদান করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
রোববার (২০ আগস্ট) বিকালে শহরের খানপুর হাসপাতালের সামনে থেকে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের র্যালিটি বের করা হয়। এর আগে ওই র্যালিতে মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারন সম্পাদক রাজু আহমেদ রাজুর নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক দল যোগদান করে।
মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারন সম্পাদক রাজু আহমেদ রাজন, প্রচার সম্পাদক মো: দুলাল হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরাফাত চৌধুরী, সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মো: শাওন, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, জাহাঙ্গীর বেপারী প্রমূখ।