দৈনিক তালাশ.কমঃরাইয়ান আফিফের জন্মদিনে উপস্থিত বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ মুক্তার হোসেন মুক্তাদি তিনি শুভেচ্ছা বার্তায় বলেন-সব সময় ধন্য থাকো, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।শুভ জন্মদিন। তোমার জন্য আমাদের সবার মন থেকে জানানো হলো জন্মদিনের শুভেচ্ছা। আরো জানাই প্রতি বছর যেন তোমার জন্যে নিয়ে আসে: আরও জ্ঞান; আরও স্বপ্ন; আরও হাসি; এবং আরও শুভেচ্ছা।হাসি খুশিতে কাটে যেন তোমার প্রত্যেকটি দিন, আমার পক্ষ থেকে তোমাকে জানাই শুভ জন্মদিন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কবি মোঃজীবন আহমেদ, আবির হোসেন, মোঃনাজমুল হাসান জয়,লিংকন,তারা সকলে ঘরোয়া পরিবেশে জন্মদিনের আনন্দ মুহুর্ত উপভোগ করেন।