দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জের ফতুল্লায় বসত বাড়ির জমি রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ৯১ পরিবার। শনিবার ১৯ আগস্ট বিকালে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের দাপা ইদ্রাকপুর এলাকায় আল-আকসা মসজিদের সামনে এ বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীদের দাবী তারা প্রকৃত মালিক থেকে জমি ক্রয় করে সরকারী খাজনা দিয়ে নামজারী করে ৬৬৮ শতাংশ জমিতে ৯১ পরিবার বাড়ি ঘর নির্মাণ করে অর্ধশত বছর ধরে বসবাস করছে। সম্প্রতি নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়া ২৮৫নং শাহসুজা রোড এলাকার জহির উদ্দিনের ছেলে জাবেদ হোসেন ও তার লোকজন জাল দলিল তৈরি করে জমির মালিকানা দাবী করছেন। এ নিয়ে তারা কয়েকটি মামলা করলেও আদালত তা খারিজ করে দিয়েছে। এরপর নামজারী বাতিল চেয়ে আরো একটি মামলা করে ভূমি খেকোরা আমাদের মানসিকভাবে নির্যাতন করছে। বর্তমানে ভোগ দখলে থাকা অনেক অসহায় পরিবার রয়েছে। যারা নিজেদের সংসার চালাতে হিমশিম খাচ্ছে। মামলা মোকদ্দমা চালানোর সামর্থ্য নেই।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া (পিপিএম) জানান, আমি এ বিষয়ে অবগত নই। কেউ কোন অভিযোগও করেনি। যদি কেউ অভিযোগ করে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।