ছাতকের পল্লীতে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৬ জন গুরুতর আহত

দৈনিক তালাশ.কমঃসেলিম মাহবুব,সিলেটঃসুনামগঞ্জ জেলার ছাতকের পল্লীতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন ৬ জন। এর মধ্যে রয়েছেন ৫ জন মহিলা। শনিবার সকালে ছাতক সদর ইউনিয়নের তিররাই গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান,জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বর্গাচাষীদের হামলায় একই পরিবারের ৫ মহিলাসহ ৬ জন আহত হয়েছেন। আহত বেলাল আহমদ ধন মিয়া, তার মা ছোটবি বিবি, (হুরুবি) বোন নাজমা বেগম, চাচী মধু মালা ও চাচতো বোন আছমা বেগম ও ফাতেমা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত নাজমা বেগম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ”তে চিকিৎসাধীন। স্থানীয় সুত্রে জানাগেছে, তিররাই গ্রামের মধু মালা, বেলাল আহমদ ধন মিয়া ও খালিক মিয়ারা একই পরিবারভুক্ত তাদের যৌথ মালিকানায় খালিক মিয়ার অংশের জমি বর্গা চাষের জন্য দিয়েছেন গ্রামের হুছন আলীর কাছে। জমি যৌথ মালিকানায় থাকায় এর বাটোয়ারা নিয়ে সালিশ বৈঠক হয়েছে গ্রামে। তিররাই ও মানসীনগর গ্রামের পঞ্চাইতের মাধ্যমে বরিবার (২০ আগষ্ট) জমি অংশ মতে ভাগ বটোয়ারা করে দেয়ার কথা রয়েছে। কিন্তু শনিবার সকালে বিরোধকৃত জমিতে হালচাষ করে ধান লাগাতে যায় বর্গাচাষি হুছন আলী। এ সময় জমিতে চাষ না করতে আপত্তি জানান বেলাল আহমদ ধন মিয়া। এনিয়ে হুছন আলী ও তার ছেলেরা চড়াও হয়ে হামলা চালায় বেলাল আহমদ ধন মিয়ার উপর। তিনি হামলায় গুরুতর আহত হয়ে নিজ বাড়িতে দৌড়াইয়া চলে যান। এরমধ্যে হুছন আলী ও তার ছেলে সহ অন্যান্যরা বেলাল আহমদের বাড়িতে গিয়ে হামলা করে আরো ৫ মহিলাকে আহত করেছে। বেলাল আহমদ ধন মিয়া জানান, প্রতিপক্ষের হুছন আলী, পারভেজ মিয়া, লায়েছ মিয়া, কয়েছ মিয়া সহ ১০/১২ জন লোক তার বাড়িতে গিয়ে মহিলাদের বেধড়ক মারপিট করে বসতঘর ভাংচুর ও লুটপাট করেছে। ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইউপি সদস্য দুলাল সরকার জানান, বিরোধকৃত জমি রবিবার পঞ্চাইতের মাধ্যমে ভাগ-বাটোয়ারা করে দেয়ার কথা রয়েছে। এর মধ্যে উক্ত বিরোধকৃত জমিতে কেউ কাজ না করতেও বারণ করা হয়েছে। ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তী জানান, তিররাই গ্রামের জখমী একজন পুরুষসহ ৪ জন মহিলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর জখম থাকায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *