দৈনিক তালাশ.কমঃজাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩,এ দ্বিতীয় বারের মতো উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল) হিসেবে নির্বাচিত হয়েছে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সেঁজুতি তরফদার হৃদি। মঙ্গলবার সেঁজুতির হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরের জামান চৌধুরী। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩” এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার পাশাপাশি কবিতা আবৃত্তি এবং দেশাত্মবোধক গানেও প্রথম স্থান দখল করে নিয়েছে সেঁজুতি তরফদার হৃদি। “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২” এ উপজেলা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল) হিসেবে নির্বাচিত হয়েছিলো সেঁজুতি তরফদার হৃদি। সে ছাতক শহরের বাগবাড়ি মহল্লার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি তপন তরফদারের কন্যা। এ অর্জনের পাশাপাশি সেঁজুতি আরো ৩ টি জাতীয় পুরস্কারে ভুষিত হয়েছে। ২০১৮ সালে “আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে দ্বিতীয় এবং দেশাত্মবোধক গানে তৃতীয় স্থান অর্জন করেছিলো যা পরবর্তীতে ২০১৯ সালে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সে পুরস্কার গ্রহণ করে। ২০১৯ সালে “জাতীয় শিশু পুরস্কার” প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে আবারো দ্বিতীয় স্থান অর্জন করে মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেছে। মেধাবী শিক্ষার্থী সেঁজুতি তরফদার হৃদি “ঐক্য ডট কম ডট বিডি “চ্যানেল আই সেরাকন্ঠ “তে বিভাগীয় পর্যায়ের অডিশনে উত্তীর্ণ হয়ে ঢাকায় গ্র্যান্ড অডিশনে অংশ নিয়েছিলো যেখানে ছিলো দেশের ১৫০ প্রতিযোগী। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২৩”এ উপজেলা পর্যায়ে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করার পর জেলা পর্যায়েও প্রথম স্থান অর্জন করে। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে সে লোকসংগীতে তৃতীয় স্থান অর্জন করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত “জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩” এ জেলা পর্যায়ে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলো সেঁজুতি। তার এ ক্রমাগত সাফল্য ধরে রাখতে সে সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থী।