কাউন্টার টেরোরিজমের অভিযানে ২৫০কেজি গাঁজা,২০০০ হাজার ইয়াবা ৪০০ পুরিয়া হিরোইন সহ গ্রেফতার ৫

দৈনিক তালাশ.কমঃঅদ্য ইং ১৬/০৮/২০২৩ তারিখ কাউন্টার টেরোরিজম ইউনিট, নারায়নগঞ্জের একটি অভিযানিক দল ফতুল্লা মডেল থানাধীন পাগলা পশ্চিম পাড়া (জেলেপাড়া) সাকিনস্থ আসামী ইমরান রহমান মিঠুন(৩২) এর ভাড়া দেওয়া বসত বাড়ি হতে আসামী ১।খালিদ হাসান রবিন(৩৪), ২। মোঃ আকাশ (৩০), ৩। ইমরান রহমান মিঠুন (৩২), ৪। মোঃ আক্তার হোসেন@আবির (৩৪), ৫। মোঃ কাউসার (২৩)’দেরকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) কেজি গাঁজা, ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ও ৪০০ (চারশত) পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়।

জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *