দৈনিক তালাশ.লিমঃ জানা যায়,গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ৯ নং হরিনাথপুর ইউনিয়নে তালুকজামিরা বাজারের দক্ষিণ পার্শ্বে কবিরাজ পাড়া, গ্রামের মতিয়ার গং কতৃক ব্যাপারী পাড়া গ্রামের মৃত্যু খয়বার রহমানের ছেলে নিহত। স্হানীয় সুত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে দু-পক্ষের মাঝে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। অদ্য ১৪/০৮/২০২৩ ইং সকাল অনুমান ১১ ঘটিকায় মৃত্যু খয়বর রহমানের ছেলে (নিহত) জাহাঙ্গীর আলমকে সুকৌশলে ডেকে নেয় এবং বলে যে তোর সাথে আলোচনা করতে চাই। আলোচনার জন্য মৃত জাহাঙ্গীর তালুকজামিরা বাজারের জৈনিক জাইদুল ইসলামের দোকানের কাছে পৌছামাত্রই আগে থেকে ওৎপেতে থাকা মতিয়ার রহমান ও তার সহযোগী কয়েকজন সংঘবদ্ধ হয়ে জাহাঙ্গীর আলমকে বেধরক মারপিট শুরু করে। এরইমধ্যে জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা জানতে পারে মতিয়ারের লোকজন জাহাঙ্গীরকে মারধর করছে। এই খবর শুনে জাহাঙ্গীর এর ভাই হাফিজুর, মাসুদ, সোনা মিয়া ঘটনা স্হানে ভাইকে বাচানোর চেষ্টা করেও ভাইকে বাচাতে পারে নাই এবং তারাও গুরত্বর আহত হয়। পরে আহতদের গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। মৃতের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে তালুকজামিরার ব্যাপারী পাড়া গ্রাম।