আজমেরী ওমসানের পক্ষে বিভিন্নস্পটে শোক দিবস পালন:পারভীন ওসমান

দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমানের পক্ষে বিভিন্নস্পটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে নানা আয়োজনের মধ্যে এ কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার পারভীন ওসমান।
প্রধান অতিথির বক্তব্যে পারভীন ওসমান বলেছেন, প্রতিবছরেই শোকাবহ মাসটির মধ্য দিয়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করায়। স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পুরো পরিবারটিকে যেদিন ওই পাকিস্তানের প্রেতাত্মারা নির্মমভাবে হত্যা করেছিল। তারা ভেবেছিল এ দেশটিকেও শেষ করে দিবে। তবে তারা পারেনি। সেদিন লাখো মানুষের দোয়া থাকায় বেঁচে গিয়েছিল আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা। বর্তমানে সারাবিশ্বের মানস কন্যা এবং প্রধানমন্ত্রী হয়ে জননেত্রী শেখ হাসিনা এ দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করছেন। এখনো ষড়যন্ত্র হচ্ছে। তাই আগামীতে সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। আর বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে অগ্রসর হতে হবে।
জানা গেছে, দিনটি পালনে বঙ্গবন্ধু পরিবারের সকলের রূহের মাগফিরাত কামনায় দিনব্যাপী কোরআন তেলোয়াতসহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া করা হয়েছে। এছাড়াও আজমেরী ওসমানের নির্দেশে ২০টি স্থানে নানা আয়োজন করা হয়। নগরীরর অসহায়দের মাঝে রান্না করা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি নেতা আলী হায়দার শামীম, খায়রুদ্দিন মোল্লা, নাছির, সুমন, ইফতি, মনির হোসেনসহ আরো অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *