পটুয়াখালী সদর থানাধীন পুরান বাজার এলাকা হতে ৫০২ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃগত ১১-০৮-২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানার অফিসার ইন চার্জ এর নেতৃত্বে একটি অভিযানিক টিম পটুয়াখালী পৌরসভাধীন পুরান বাজার এলাকায় নির্মানধীন রিভার ভিউ প্যালেস এর নীচে ফাকা স্থান হতে ৫০২ পিস ইয়াবা উদ্ধারসহ নিন্মের ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ

গ্রেফতারকৃত আসামীদের নামঃ
১। মোঃ রমজান আলী (৪১), পিতা মৃত মানিক মিয়া, সাং শিয়াচর, পোঃ ফতুল্লা, থানা-ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ
২। মোঃ মামুন মিয়া (৪৭), পিতা মৃত কাদের ঘরামী, সাং লোহালিয়া, ৮নং ওয়ার্ড, থানা ও জেলা পটুয়াখালী
৩। মোসাঃ রাজিয়া বেগম (২০), স্বামী মোঃ আশিকুজ্জামান, সাং শিয়াচর, পোঃ ফতুল্লা, থানা-ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ
৪। মোঃ আশিকুজ্জামান (২২), পিতা- মৃত মিলন বিশ্বাস, সাং দৌলদিয়া সরদার পাড়া, ০৯নং ওয়ার্ড , থানা ও জেলা চুয়াডাঙ্গা

গত ১১-০৮-২০২৩ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে পটুয়াখালী পৌরসভাধীন অগ্রনী ব্যাংক পুরান বাজার শাখা এর পিছনে নির্মানধীন রিভার ভিউ প্যালেস এর নিজ তলার ফাকা স্থানে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য পটুয়াখালী জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া পটুয়াখালী সদর থানার অফিসার ইন চার্জ মোঃ জসিমের এর নেতৃতে এসআই(নিঃ) মোঃ কামরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স এসআই/ মোঃ মামুন হোসাইন, এএসআই/ বিএমআর লিমন, এএসআই/ মোঃ আমিনুল ইসলাম, কং/৯৪১ মোঃ আরিফুল ইসলাম, নারী কং/৬৮৮ বিবি ফাতেমা সহ একই তারিখ ১২.৪০ ঘটিকায় বর্নিত ঘটনাস্থলে উপস্থিত হইলে মাদক ব্যবসায়ী চারজন পুলিশের উপস্থিতি টের পাইয়া কৌশলে পালানোর চেষ্টাকালে বর্নিত ব্যক্তিগনকে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ধৃত করা হয়। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিগনদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদে তারা উপরোক্ত নাম ও ঠিকানা প্রকাশ করে এবং তাদেরকে পলায়নের চেষ্টার কারণ জিজ্ঞাসাবাদে তারা সন্দেহ জনক বিভিন্ন কথাবার্তা বলে এবং উক্ত স্থানে অবস্থানের সঠিক কোন কারন বলতে পারে নাই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের নিকট মাদকদ্রব্য রহিয়াছে বলিয়া স্বীকার করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ১ নং আসামী মোঃ রমজান আলী (৪১) এর দেহ তল্লাশী কালে তাহার পরিহিত ধুসর রংয়ের কাপড়ের প্যান্টের ডান পকেট হইতে তাহার নিজ ডান হাত দ্বারা একটি স্বচ্ছ জিপার ব্যাগে রক্ষিত হালকা কমলা রংয়ের ২০০(দুইশত) পিচ কথিত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ২ নং আসামী মোঃ মামুন মিয়া (৪৭) এর দেহ তল্লাশী কালে তাহার পরিহিত গ্যাবাডিং প্যান্টের ডান পকেট হইতে তাহার নিজ ডান হাত দ্বারা বাহির করিয়া দেওয়া মতে একটি স্বচ্ছ জিপার ব্যাগে রক্ষিত হালকা কমলা রংয়ের ১৫২(একশত বায়ান্ন) পিচ কথিত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং, ৩ নং আসামী মোসাঃ রাজিয়া বেগম (২০) এর দেহ নারী কং/৬৮৮ বিবি ফাতেমা দ্বারা তল্লাশী করিয়া তাহার ডান হাতে মুষ্টিবদ্ধ অবস্থায় একটি স্বচ্ছ জিপার ব্যাগে রক্ষিত হালকা কমলা রংয়ের ৭৫(পচাঁত্তর) পিচ কথিত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ৪নং আসামী মোঃ আশিকুজ্জামান (২২) এর দেহ তল্লাশী কালে তাহার পরিহিত নীল রংয়ের জিন্স প্যান্টের ডান পকেট হইতে তাহার নিজ ডান হাত দ্বারা একটি স্বচ্ছ জিপার ব্যাগে রক্ষিত হালকা কমলা রংয়ের ৭৫(পচাঁত্তর) পিচ কথিত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মোট ২০০+১৫২+৭৫+৭৫= ৫০২(পাঁচশত দুই) পিচ কথিত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট তাদের নিজ নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে অভিযান টিমের সাথে থাকা ডিজিটাল পরিমাপক যন্ত্রের মাধ্যমে পরিমাপ করলে উদ্ধারকৃত মোট ৫০২(পাঁচশত দুই) পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ৫০.২(পঞ্চাশ দশমিক দুই) গ্রাম, যাহার অবৈধ বাজার মুল্য অনুমান ১,৫০,৬০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার ছয়শত) টাকা। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীগনকে মাদকের উৎস সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে তারা জানায় দেশের বিভিন্ন স্থান হইতে মাদক সংগ্রহ করিয়া মাদক সেবিদের নিকট খুচরা ভাবে মাদক বিক্রয় করিয়া আসিতেছিল। ধৃত আসামীগন অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে জ্ঞাত সারে নিজ নিজ হেফাজতে রাখিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারনী ১০(ক) ধারায় পটুয়াখালী সদর থানায় মামলা রুজু করা হয় এবং এর সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *