দৈনিক তালাশ.কমঃ গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনে ঢিল ছুঁড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বেশ কয়েকটি মোবাইল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেল স্টেশনে কর্ণফুলী কমিউটার ট্রেনে এ ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনের গতি কমিয়ে আনেন চালক। এই সুযোগে স্টেশনে আগে থেকে অবস্থান করা ছিনতাইকারীরা ট্রেনটি লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে।
আতঙ্কিত যাত্রীরা ছোটাছুটি শুরু করেন। এই ফাঁকে বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এ সময় অন্তত ৫ যাত্রী আহত হন।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, যাত্রীসহ ট্রেনের কর্তব্যরত কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেননি।