দৈনিক তালাশ.কমঃ বন্দরে ১লাখ টাকা যৌতুক না পেয়ে গৃহবধূ মৌসুমীকে নির্যাতনের ঘটনায় পাষন্ড স্বামী শান্ত হোসেন (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে অন্যান্য আসামীরা। গ্রেপ্তারকৃত যৌতুক লোভী স্বামীকে মঙ্গলবার দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করছে। এর আগে মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে বন্দর থানার নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত শান্ত হোসেন উল্লেখিত এলাকার মৃত ফারুক হোসেন মিয়ার ছেলে। এ ব্যাপারে নির্যাতিত গৃহবধূ মা পারভিন বেগম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে ৪ জনকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং-১২(৮)২৩।
জানাগেছে, বন্দর উপজেলার লম্বাদরদী এলাকার মৃত হোসেন মিয়ার মেয়ে মৌসুমী সাথে বন্দর নবীগঞ্জ বাগে জান্নত কবরস্থান সংলগ্ন এলাকার মৃত ফারুক হোসেনের ছেলে শান্ত সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য পাষান্ড স্বামী শান্তসহ তার পরিবার গৃহবধূ মৌসুমীকে শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিল। এর ধারাবাহিকতায় গত সোমবার (৭ আগষ্ট) রাত ১০টায় যৌতুক লোভী স্বামী শান্তসহ তার পরিবার গৃহবধূ মৌসুমী নিকট ১ লাখ টাকা যৌতুক দাবি করে। ওই সময় উল্লেখিত গৃহবধূ যৌতুক দিতে পারবেনা বলে জানালে ওই সময় পাষান্ড স্বামী শান্তসহ পরিবারের অন্যান্যরা গৃহবধূকে অমানবিক ভাবে নির্যাতন করে গুরুত্বর আহত করে।