দৈনিক তালাশ.কমঃএরফান হোসেন দীপ চেয়ারম্যান মোবারক স্মৃতি, সোনা বা উপজেলা
আয়োজনে : বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন স্মৃতি সংস
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, সম্ভপুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জানে আলম ,শহিদুল্লাহ মোগরাপাড়া ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম ,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হোসেন। মোগরাপাড়া ইউনিয়ন এর সাবেক মেম্বার আনোয়ার আলী, মানিক ,মুজিবুর ।সোনারগাঁ উপজেলা যুবলীগ নেতা শাহজালাল, আলী হোসেন, আবির,রাছেল,আলম ।সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ নেতা কবির প্রধান, শান্ত ,সিয়াম ,হাবিব ,মারুফ ,হাসান ,সাব্বির, আজিজুর রহমান রনি ,রাসেল, আরমান মৎস্যজীবী লীগ বারদী ইউনিয়ন সভাপতি আলী আহমদ ।শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি নাহিদুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম সিফাত ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
Post Views: 237