বন্দরে ৪ সন্তানের জননী ৪ দিন ধরে নিখোঁজ

দৈনিক তালাশ.কমঃকক্সবাজারের যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ৪ সন্তানের জননী ফাতেমা বেগম (৪৩) গত ৪ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেেেছ।  এ ব্যাপারে নিখোঁজের স্বজনরা বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করার প্রস্তুতি চালাচ্ছে। এর আগে গত সোমবার (৩১ জুলাই) সকাল ১০টায় বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগরস্থ তার নিজ বাড়ি  থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে ওই গৃহবধূ নিখোঁজ হয়। নিখোঁজ গৃহবধূ ও ৪ সন্তানের জননী ফাতেমা বেগম উল্লেখিত এলাকার বালু ব্যবসায়ী মরজল হক মিয়ার স্ত্রী। এ ব্যাপারে নিখোঁজ গৃহবধূর ছেলে জুনায়েত গনমাধ্যমকে জানায়, তার মা ফাতেমা বেগম গত সোমবার (৩১ জুলাই) সকাল ১০টায় আমাদের নিজবাড়ি মদনগঞ্জ শান্তিনগর এলাকা থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে ৪ দিনেও বাড়িতে ফিরে আসেনি। তার ব্যবহারকৃত ০১৭৬৩০১১০৪২ নাম্বারের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক স্থানে খোঁজাখুজি করে আমার মায়ের কোন  হদিস পাওয়া যায়নি। এ ব্যাপারে আমরা পরিবার বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করার প্রস্তুতি চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *