দৈনিক তালাশ.কমঃ বন্দরে স্ত্রী দায়েরকৃত নারী শিশু নির্যাতন দমন মামলায় পাষান্ড স্বামী ও শশুড়কে গ্রেপ্তার করেছে বন্দর ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার এইচ এম সেন রোড এলাকার মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে শশুড় ইকবাল হোসেন (৫৫) ও তার ছেলে একরামুল ইসলাম মিশেল (২৮)। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (৪ আগষ্ট) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (৩ আগষ্ট) রাতে বন্দর থানার এইচ এম সেন রোড এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত পিতা/পুত্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। যার মামলা নং- ৫(৮)২৩। থানা সূত্রে জানাগেছে, বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক আরিফ পাঠানসহ সঙ্গীয় র্ফোস গত বৃহস্পতিবার রাতে উল্লেখিত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মামলার বাদিনী জাজিরা আক্তার জানান,গ্রেপ্তারকৃতরা র্দীঘ দিন ধরে আমাকে অকারনে নির্যাতন করে আসছিল। আমি স্থানীয় ভাবে বিচার চেয়ে না পেয়ে এ ব্যাপারে আমি মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে।