তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দেয়া আদালতের রায়ের প্রতিবাদে সমাবেশ

দৈনিক তালাশ.কমঃ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দেয়া আদালতের রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

শুক্রবার (৪ আগস্ট) সকাল এগারোটায় নগরীর খানপুর হাসপাতালের মোড়ে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এদিকে প্রতিবাদ সমাবেশকে সফল করতে সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ১০টি ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ‘ শেখ হাসিনার অবৈধ রায় মানি না মানবো না’ অবিলম্বে মিথ্যা মামলার অবৈধ রায় প্রত্যাহার কর করতে হবে’ শ্লোগানে শ্লোগানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে খানপুর হাসপাতালের মোড়ে এসে জড়ো হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ( ঢাকা বিভাগীয় ) সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, আজহারুল ইসলাম মান্নান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন,সাবেক এমপি আতাউর রহমান আঙুর,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু,সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম,ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আঃ বারী ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র এড. মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *