দৈনিক তালাশ.কমঃবুধবার,২ আগস্ট,২০২৩বায়ুদূষণের অভিযুক্ত সেই সুমা ষ্টীল এন্ড রি-রোলিং মিলস্ লিমিটেড নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর থেকে মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়।
বায়ুদূষণের অভিযোগ এনে গত ২৯ জুলাই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মাবববন্ধন করে নন্দলালপুর এলাকার বাসিন্দারা।
মানববন্ধনে এলাকাবাসী দাবি করেন, প্রতিষ্ঠানটি থেকে নির্গত কালো ধোঁয়ায় ভয়াবহ ভাবে বায়ুদূষণ হচ্ছে। এর প্রভাবে আশপাশের মানুষের ফুসফুস, কিডনি জটিলতা ও হৃদরোগের ঝুঁকি বাড়ছে। প্রভাব পড়ছে প্রাণিকুলও।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয় থেকে জানা যায়, পাগলা শিল্প এলাকার নন্দলালপুরে অবস্থিত সুমা ষ্টীল এন্ড রি-রোলিং মিলস্ লিমিটেড নামক প্রতিষ্ঠানে ১ আগস্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় বায়ুদূষণের কারণে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩) লংঘন এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) এর জন্য ২৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে ছিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা, প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।