ফতুল্লায় পিচ্চি মানিক হত্যা মামলার শরীফসহ তিন আসামি গ্রেফতার  

দৈনিক তালাশ.কমঃ ৩১ জুলাই,নারায়ণগঞ্জের ফতুল্লায় সালিশের কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে ব্যবসায়ী পিচ্চি মানিককে কুপিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৩০ জুলাই) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শরীফ, নাঈম ও শান্ত। তারা এই হত্যাকাণ্ডের মূলহোতা এবং মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

সোমবার (৩১ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার এম এম মাহমুদ হাসান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পূর্বশত্রুতার জেরে বিচার সালিশে মীমাংসার কথা বলে ফতুল্লার ইসদাইর এলাকার রডসিমেন্ট ব্যবসায়ী পিচ্চি মানিককে গত ২৪ জুলাই রাতে ফোন করে চাঁদমারি মাউরাপট্টি এলাকায় ডেকে নিয়ে যান শরীফ। এরপর শরীফ ও তার সহযোগীরা তাকে একটি অটোরিকশার গ্যারেজে নিয়ে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করে ফতুল্লা থানায় হত্যা মামলা করলে পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র‌্যাব। তবে মামলার পর থেকেই হত্যাকাণ্ডে জড়িত আসামিরা পলাতক রয়েছেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী শরীফ ও তার দুই সহযোগীর অবস্থান নিশ্চিত হয়ে রোববার রাতে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালায়; গ্রেফতার করে শরীফ ও তাই দুই সহযোগী নাইম এবং শান্তকে।

সংবাদ সম্মেলনে বিষয়টি উল্লেখ করে র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার এম এম মাহমুদ হাসান আরও বলেন, গ্রেফতাররা সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। এলাকায় ত্রাস ও আতংক সৃষ্টি করে তারা বিভিন্ন ধরণের অপরাধ কর্মকাণ্ড করে থাকেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলাও রয়েছে। এই চক্রের অন্য সদস্যসহ পিচ্চি মানিক হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *