দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জে মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যায় ফতুল্লার নন্দলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মেহের আলীর (৬৩) মৃত্যু হয়। মেহের আলী রাজধানীর যাত্রাবাড়ি গেন্ডারিয়া এলাকার মৃত তোফাজ্জল হোসেন সরদারের ছেলে। তিনি ফতুল্লার নন্দলালপুর মেডিক্যাল গলিতে স্বপরিবারে একটি বাসায় ভাড়া থেকে ব্যাটারিচালিত মিশুক চালান। জিআরপি পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেলে আসরের নামাজ পড়ে হাটতে বের হয়েছিলেন নিহার আলী। অসাবধানতা বসত নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, ট্রেনে কাটা পরে মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এই বিষয়ে আইনও ব্যবস্থা নেয়া হচ্ছে।