দৈনিক তালাশ.কমঃ এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ০২ নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব আক্তার হোসেনের সার্বিক সহযোগিতায় সমগ্র ওয়ার্ডব্যাপী কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে এ লক্ষ্যে সংগঠনের প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক সকাল থেকে দুপুর পর্যন্ত বর্জ্য অপসারণের জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন ।তপ্ত গরমকে উপেক্ষা করে ইউ পি মেম্বার সহ সংগঠনের সদস্যগণ সমগ্র ওয়ার্ডব্যাপী ব্লিচিং পাউডার ছিটিয়েছে এবংরাস্তা-ঘাট ও অলিগলিতে জবাইকৃত পশুর বর্জ্য অপসারণ ও ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে ।
কোরবানির বর্জ্য অপসারণের জন্য কোরবানি দাতাদের প্রায় ৫০ পিস প্লাস্টিক পলিব্যাগ,২৫০ গ্রাম ব্লিচিং পাউডার এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা সর্ম্পকৃত লিফলেট সরবরাহ করেছেন৷শাসনগাঁও ঐক্য সংগঠন ঈদের পরের দিন সকাল ৯টা থেকে বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন শাসনগাঁও বুটবাড়ির আহাম্মদ আলী, সরদার বাড়ির মামুন সরদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।