নারায়নগঞ্জ বন্দরে কবরস্থান থেকে কঙ্কাল চুরি অভিযোগ  

দৈনিক তালাশ.কমঃ বৃহস্পতিবার,২৯জুন,২০২৩  নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কামতাল নামক গ্রামে অবস্থিত কামতাল ডাক সমাজ কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।আজ (২৯ শে জুন বৃহস্পতিবার) সকালে কবরস্থান জিয়ারত করার সময় বিষয়টি স্থানীয় জনগণের চোখের দৃশ্যমান হয়।লাশটি গত ১২ ই মে মৃত্যু বরণ করা কামতাল গ্রামের শফিউল্লাহ প্রধানের বলে নিশ্চিত করেছেন মৃতের পুত্র শহিদুল ইসলাম।উল্লেখ্য তিনি বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছিলেন।সরোজমিনে গিয়ে দেখা যায়,কবরের উপরে মাথার অংশে কেটে লাশটি অতি সন্তর্পণে বের করা হয়েছে।আশেপাশে বাঁশ ছড়িয়ে ছিটিয়ে আছে।বেশিদিন না হওয়ায় কবরে লাশের গলিত গন্ধ ভেসে আসছে।প্রায় এক মাস আগের কবর দেওয়ার স্থান থেকে লাশটি চুরি হয় বলে স্থানীয়রা জানাচ্ছেন।বিভিন্ন কবরস্থানে চুরির ঘটনা ঘটলেও এই কবরস্থানে বিষয়টি একেবারে বিরল।ধারণা করা হচ্ছে,মেডিক্যাল শিক্ষার্থীদের কাছে কংকাল বিক্রির একটি কুখ্যাত চক্রের মাধ্যমে পবিত্র ঈদুল আযহার রাতে এই ঘটনাটি ঘটে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *