দৈনিক তালাশ.কমঃ বৃহস্পতিবার সারাদেশে আজ পবিত্র ঈদুল আযহা উদযাপন করবে মুসলিম সম্প্রদায়,এ দিন আত্মত্যাগ ও আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করবেন তারা।আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তার প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। এই অনন্য ঘটনার স্মরণে কোরবানি প্রচলিত হয়। ইসলামের পরিভাষায় কোরবানি হলো নির্দিষ্ট পশুকে একমাত্র আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে তারই নামে জবেহ করা। মহান সৃষ্টিকর্তার দরবারে জবাই করা পশুর মাংস বা রক্ত কিছুই পৌঁছায় না, কেবল নিয়ত ছাড়া।গরু,মহিষ,উট,ছাগল,ভেড়া,দুম্বা এ শ্রেণির প্রাণী দ্বারা কোরবানি করা যায়। কোরবানিকৃত পশুর তিন ভাগের এক ভাগ গরিব-মিসকিন,এক ভাগ আত্মীয় স্বজ নের মধ্যে বিলিয়ে দিতে হয়।আবার পুরোটাই বিলিয়ে দেওয়া যায়।পৃথিবীতে মানবজাতির সূচনা থেকেই কোরবানির প্রচলন।হজরত আদম আ.-এর দুই পুত্র হাবিল ও কাবিল সর্বপ্রথম কোরবানি দিয়েছিলেন।এদিকে,ঈদুল আযহা উপলক্ষ্যে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঈদের ছুটি।শুক্র-শনিবার যোগ করে ছুটি শেষে রবিবার থেকে অফিস-আদালতে আবার কাজ।