রূপগঞ্জে থানা পুলিশ কর্তৃক ০১টি বিদেশি পিস্তল,০১টি ম্যাগজিন এবং ৩০০ গ্রাম হেরোইনসহ ০১ জন আসামী গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃ রূপগঞ্জে গত ২৪/০৬/২০২৩ খ্রিঃ ১৮.০৫ ঘটিকার সময় রূপগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, রুপগঞ্জ থানাধীন চনপাড়া বটতলা পুনর্বাসন কেন্দ্র ৯/২ নং ওয়ার্ডে জৈনক ফারুক মিয়ার ১তলা বিল্ডিংয়ের নিচ তলায় কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রায়হান অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ১তলা বিল্ডিংয়ের নিচ তলা ঘেরাও করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত সন্ত্রাসী রায়হান পালানোর চেষ্টা কালে অফিসার ও ফোর্সদের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী রায়হান তার হেফাজতে অস্ত্র ও হিরোইন আছে বলে স্বীকার করে। আসামীর দেখানো মতে ঘটনাস্থলের কক্ষের মেঝের তোষকের নিচ হতে ০১(এক)টি বিদেশী অস্ত্র, ০১(এক)টি ম্যাগজিন ও ১৫০০ ছোট পুরিয়া (৩০০ গ্রাম) হিরোইন (যার মূল্য ৩,০০,০০০ টাকা) উদ্ধার পূর্বক জব্দ করা হয়।গ্রেফতারকৃতদের নামঃ ১। রায়হান(৩৫) পিতা-রাজা মিয়া, সাং চনপাড়া পুনর্বাসনকেন্দ্র, ৯/৪ নং ওয়ার্ড, থানা-রূপগঞ্জ,জেলা-নারায়ণগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *