দৈনিক তালাশ.কমঃ ২৫ জুন ২০২৩ খ্রি.টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা/২০২৩ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনকল্পে গৃহীত ট্রাফিক পুলিশিং ব্যবস্থা সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন সরকার মোহাম্মদ কায়সার,পুলিশ সুপার,টাঙ্গাইল।ব্রিফিং প্যারেডে পলিশ সুপার মহোদয়,আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা/২০২৩ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক সড়ক গুলোতে সড়কে যানবাহন চলাচলে পুশুর হাট গুলো প্রতিবন্ধকতা তৈরি না করতে পারে এবং যানজট নিরসনকল্পে ট্রাফিক ব্যবস্থা জোরদার করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।তিনি,মহাসড়ক এলাকায় আইনশৃংখলা রক্ষার্থে কোন ধরনের চাঁদাবাজি,সন্ত্রাসী কর্মকান্ড,ছিনতাই এর মত অপ্রীতিকর ঘটনা না ঘটে ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী পরিবহণ থামানো যাবে না এই বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনকল্পে ডিউটিতে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।