শিকড় যুব ও সমাজকল্যাণ সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক পুনরায় ২ বছরের জন্য নির্বাচিত হয়েছে

দৈনিক তালাশ.কমঃ

নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকলকে দৈনিক তালাশ.কম এ-র  এডিটর মোহাম্মদ জুয়েল আলীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন 

শিকড় যুব ও সমাজকল্যাণ সংগঠন (রেজিষ্ট্রেশন নং- যুবউ/নাঃগন্জ -৭৬ সদর-৪১) এর ৪র্থ নির্বাচন গত ০৯/০৪/২০২১ ইং সালে অনুষ্ঠিত হয়েছিল।এই নির্বাচনের মেয়াদকাল ছিলো (২০২১ এপ্রিল থেকে ২০২৩ মার্চ) ২ বছর।

গতকাল ২৩/০৬/২০২৩ ইং শিকড় যুব ও সমাজকল্যাণ সংগঠনের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভার গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিলো নতুন কার্যকরী কমিটি।

এই বিষয়ে মিটিংয়ে উপস্থিত ২৭ জন সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের অতিত ও বর্তমান সকল দিক বিবেচনা করে বর্তমান সভাপতি- মোঃ আজিজুল ইসলাম দিনার ও সাধারণ সম্পাদক- মোঃ আরিফুর রহমান হাসিব কে (০১/০৪/২০২৩) থেকে (৩১/০৩/২০২৫) পর্যন্ত তাদের নিজ নিজ পদে বহাল রাখার সিদ্ধান্তে ২৭ জনের মধ্যে ২৫ জন”হ্যা”এবং ০২ জন”না”ভোটের মাধ্যমে চুড়ান্ত করা হয়েছে।যা ৫ ম নির্বাচন হিসেবে গন্য করা হবে।

সুতরাং,সভাপতি পদে মোঃ আজিজুল ইসলাম দিনার ও সাধারণ সম্পাদক পদে মোঃ আরিফুর রহমান হাসিব পুনরায় নির্বাচিত হয়েছে।

পুনরায় নির্বাচিত করায় সভাপতি ও সাধারণ সম্পাদক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে সকল সদস্যদের পাশে থাকার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *