দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জে সোনারগাঁ ও বন্দর উপজেলায় ২১ অস্থায়ী পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে।ঈদের পূর্ববর্তী ৩ দিনের জন্য এসব হাটের ইজারা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে হাট গুলোর দরপত্র খুলা হয়েছে। সেখান থেকে সর্বচ্চো দরদাতা হাট গুলো নিজের নামে করে নিয়েছেন।এর মধ্যে সোনারগাঁ উপজেলায় রয়েছে ১৭টি অস্থায়ী পশুর হাট ও বন্দরে রয়েছে ৪টি।
সোনারগাঁয়ের হাট গুলো হলো-হোসেনপুর কবরস্থান সংলগ্ন বিল্লাল বেপারীর বাড়ীর পাশ্বের মাঠ,খুলিয়াপাড়া বালুর মাঠ, মঙ্গলেরগাও গিয়াস উদ্দিনের বালুর মাঠ,মেঘনা মিল্পনগরী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠ,বৈদ্যেরবাজার লঞ্চঘাট সংলগ্ন বালুর মাঠ,বিষ্ণাদী মিতালি বাজার সংলগ্ন মাঠ, নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী ঈদগাহ সংলগ্ন মাঠ,তালতলা বালুর মাঠ,মুন্দিরপুর নোয়াদ্দা বাবু বাজার হাট, বঙল এম্পিয়ার ষ্টীল মিল সংলগ্ন মাঠ,সাদিপুর গঙ্গাপুর বাজার কাশ্মীর স্টীল সংলগ্ন মাঠ,সাদিপুর আমগাও বেড়ীবাঁধ সংলগ্ন নাজমা পেপার এন্ড বোর্ড মিলসের সাথের জিলাপী তলা বালুর মাঠ,সাদিপুর ইউনিয়নের সিটি প্লাজা সংলগ্ন ফজলুল হক খানের মাঠ, রিলায়েন্স হাউজিং এর খেলার মাঠ, বারদী ইউনিয়নের ফুলদী বাগেরপাড়া আমিন মেম্বারের বালুর মাঠ ও আলিপুরা বাজার রফিকের মার্কেট সংলগ্ন মাঠ।বন্দরের হাট গুলো হলো-মদনপুর ইউনিয়নের পূর্ব ফুলহর ইটভাটা বালুর মাঠ প্রাঙ্গণ, কলাগাছিয়া ইউনিয়নের নাজিম উদ্দিন প্রধান ইন্ডাস্ট্রিজ এর নিজস্ব খালি জায়গা, বন্দর ইউনিয়নের উপজেলা প্রাণি সম্পদ হাসপাতাল সংলগ্ন বালুর মাঠ ও কলাগাছিয়ার মোহনপুর আবুল কাশেম মেম্বার এর রাইস মিল সংলগ্ন অস্থায়ী পশুর হাট।এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১৮টি ও নারায়ণগঞ্জ সদর উপজেলা ১১টি হাটের ইজারা দিয়েছেন।