দৈনিক তালাশ.কমঃ অদ্য ২২/০৬/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১০.৫৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ৩নং শীতলক্ষ্যা ব্রীজ গোল চত্ত্বর তৃপ্তি হোটেল এর সামনে হইতে ০২(দুই) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সৈৗখিন (২৬),পিতা-মৃত হাজী মনির হোসেন,মাতাঃ শাহানাজ বেগম সাং-চৌরাপাড়া লক্ষন খোলা,থানাঃ বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, এ/পি সাং-হাজীগঞ্জ এম সার্কেজ সবুজ মিয়ার বাড়ী, থানা ও জেলাঃ- নারায়নগঞ্জ ০২। মোঃ হৃদয় (২৫) পিতাঃ মোঃ রফিক,মাতাঃ রোকেয়া,জাম্বুবান থানাঃ পাঁচ বিবি,জেলাঃ জয়পুর হাট,এ/পি সাং- নবীগঞ্জ কাইট্টাখালী,থানাঃ বন্দর, জেলাঃ নারায়নগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন।
অভিযান অব্যাহত আছে।