দৈনিক তালাশ.কমঃ ২২ জুন ২০২৩ খ্রি.আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা /২০২৩ উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন জনাব মোঃ শাহাবুদ্দিন খান,বিপিএম(বার) অ্যাডিশনাল আইজি, হাইওয়ে পুলিশ,বাংলাদেশ পুলিশ,ঢাকা।
এ সময় হাইওয়ে পুলিশ,বাংলাদেশ পুলিশ,ঢাকা এর সম্মানিত আইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন সরকার মোহাম্মদ কায়সার,পুলিশ সুপার,টাঙ্গাইল।এ সময় হাইওয়ে পুলিশের সম্মানিত আইজি মহোদয় বলেন, আসন্ন পবিত্র ঈদে বাড়িমুখী যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে মহাসড়কের গুরুত্বপুর্ন মোড়/পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানো হবে ।
মহাসড়ক এলাকায় আইনশৃংখলা রক্ষার্থে কোন ধরনের চাঁদাবাজি,সন্ত্রাসী কর্মকান্ড,ছিনতাই এর মত অপ্রীতিকর ঘটনা না ঘটে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি মহাসড়ক ও আঞ্চলিক সড়ক গুলোতে যানবাহন চলাচলে পুশুর হাট গুলো প্রতিবন্ধকতা তৈরি না করতে পারে এবং চালকদের লেন সঠিক রেখে চলাচল ও ট্রাফিক আইন মেনে যানবাহন চালানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
এসময় জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।