দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘটনা ঘটেছে।প্রায় চার লাখ টাকার জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা।বৃহস্পতিবার (১৫ জুন) উপজেলার জয়রামপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ বিকেলে ভুক্তভোগী শিক্ষিকা গীতালী বর্মন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।গীতালী বর্মন উপজেলার পৌর এলাকার জয়রামপুর এলাকার মৃত ভানু চন্দ্র বর্মনের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে ঘরে তালা দিয়ে স্কুলে চলে যান গীতালী বর্মন। বিকেল পৌনে ৪টার দিকে ঘরের দরজা খুলে দেখেন, পেছনের জানালার গ্রিল কেটে নগদ দুই লাখ ৭৫ হাজার টাকা ও পাঁচ ভরি সোনার গহনা, ১২টি শাড়িসহ চার লাখ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা।
এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।