তুরুস্কে বর্তমান সামরিক সংশোধন করে গণতন্ত্রের ভিত্তিতে নতুন একটি সংবিধান রচনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান

দৈনিক তালাশ.কমঃ বুধবার তুরস্কে  আঙ্কারায় মন্ত্রিসভার এক দীর্ঘ বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তিনি। খবর ডেইলি সাবাহর।

১৯৮০ সালে সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতায় আসা জান্তা সরকার তুরস্কের বর্তমান সংবিধান প্রণয়ন করেছিল।মন্ত্রিসভার বৈঠকটি আট ঘণ্টারও বেশি সময় ধরে চলে। বৈঠকের পর এরদোগান বলেন,

গত ১৪ ও ২৮ মে’র নির্বাচনে জনগণ অতীত ব্যবস্থায় ফিরে যাওয়ার বিষয়ে তাদের অনাস্থা জানিয়েছেন।তিনি আরও আশ্বাস দেন,নতুন‘বেসামরিক’সংবিধান দেশের সবার কাছে গ্রহণযোগ্য হবে।

বিশ্বে অর্থনৈতিকভাবে শক্তিশালী ১০ রাষ্ট্রের তালিকায় তার দেশকে নিয়ে যাওয়ার লক্ষ্যের কথাও জানান এরদোগান।সংবিধান বিষয়ে এরদোগান বলেন,আমরা একটি বেসামরিক,উদার ও ব্যাপকভিত্তিক সংবিধানের নির্দেশনায় দ্বিতীয় শতকের যাত্রা শুরু করতে চাই।উল্লেখ্য,তুরস্ক ২০১৭ সালে গণভোটের মাধ্যমে প্রেসিডেন্ট পদ্ধতির শাসনব্যবস্থা চালু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *