দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ ফতুল্লায় শর্ট সার্কিট থেকে চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধের ঘটনায় বাবা-মা-বোনের পর এবার টুটুলের (২২) মৃত্যু হয়েছে। সে পেশায় গার্মেন্টকর্মী ছিল।
চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সোয়া ৯টার সময় মারা যায় সে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
এ ঘটনায় সালাম মণ্ডলের স্কুলপড়ুয়া নাতনি মেহেজাবিন (৭) চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানিয়েছেন, টুটুলের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
গত ৯ জুন নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশিপুরে শর্ট সার্কিট থেকে আগুনে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়।
তাদের ওই দিন উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার দিয়াঘাট গ্রামের মৃত সালাম মণ্ডলের ছেলে টুটুল।
এর আগে সোমবার সন্ধ্যায় বাবা সালাম মণ্ডল (৫৫) ও মঙ্গলবার সকালে মা বুলবুলি বেগম (৪৫), একই দিন রাতে মেয়ে সোনিয়া (২৫) মারা যান।