১৮নং ওয়ার্ডবাসীর উদ্যোগে শহীদ বাপ্পীর স্মরণে দোয়া ও নেওয়াজ বিতরণ

দৈনিক তালাশ.কমঃ ২০০১ সালের ১৬ই জুন নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় নিহত শহর ছাত্রলীগের সভাপতি সাইদুল হাসান বাপ্পী’ ২২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শহীদ বাপ্পীর স্মরনীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ই জুন) দুপুরে ১৮নং ওয়ার্ডাবাসীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শহীদ বাপ্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব ফয়েজউদ্দিন আহমদ লাভলু ও বাপ্পী’র ছোট ভাই ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর কামরুল হাসান মুন্নাসহ অন্যান্য অতিথিবৃন্দরা।
এসময় আরও উপস্থিত ছিলেন, সালাউদ্দিন বিটু, হাজী সাদেক হোসেন, হাজী নাসির উদ্দিন, মো: সেলিম, তাজেক চৌধূরী টিটু, মো: মিন্টু, রাজিবুল হাসান রানা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *