দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ এলাকায় চলছে রমরমা মাদক ব্যবসা। ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে ইয়াবা ব্যবসায়ী রাঘব-বোয়ালরা।আর পুলিশসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হচ্ছে ছোট ছোট ব্যবসায়ী ও মাদক সেবীরা। ফলে কিছুতেই থামানো যাচ্ছে না এই ব্যবসার প্রসারতা।
অধিক লাভজনক ও বহনে সহজতর হওয়ায় দিন দিন নতুন নতুন যুবক-যুবতী ঝুকে পড়ছে এই মাদক ব্যবসায়। বিভিন্ন দপ্তরে দেয়া অভিযোগ অনুসন্ধানে জানা যায়,হাজীগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা নুর ইসলাম ওরফে নইচ্ছা তার একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পুরো হাজীগঞ্জ এলাকার প্রতিটি অলিতে গলিতে মাদক ব্যবসার নেটওয়ার্ক স্থাপন করে গোপনে চালিয়ে যাচ্ছে এই মাদক ব্যবসা।
গত ২৮শে ফেব্রুয়ারী নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জ এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী নূর ইসলাম ওরফে নইচ্ছাকে পুলিশ গ্রেপ্তার করলেও আইনের ফাঁক-ফোকর দিয়ে জামিনে বের হয়ে আবারো মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন নইচ্ছা।
হাজীগঞ্জ মুলিবাশের মোড়ে পুলিশের তালিকাভূক্ত মাদক কারবারি নূর ইসলাম ওরফে নইচ্ছা জেল থেকে বেরিয়ে এখন সিন্ডিকেট বানিয়ে প্রকাশ্য মাদক বিক্রি করছে যা একাধিক সূত্র নিশ্চিত করেছে। ফলে যুবকদের বুক ফুলিয়ে হাজীগঞ্জের অলিগলিতে মাদক সেবন করতে দেখা যায়। হাজীগঞ্জ এলাকার রফিকের চা দোকানের সামনে সন্ধ্যার পর দেখা যায় আড্ডা যেখানে বসে কৌশলে মাদক ব্যবসায়ী নইচ্ছার মাদক বিক্রি।
এলাকাবাসীর অভিমত, একাধিক মামলার আসামি থাকার পরও নুর ইসলাম ওরফে নইচ্ছা অনেকটা প্রকাশ্যেই চালিয়ে যাচ্ছে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক ব্যবসা এবং এলাকা বিস্তৃত হয়ে উঠছে মাদকের স্বর্গরাজ্যে। মাদক ব্যবসায়ী নইচ্ছা ও তার সহযোগীদের ভয়ে এবং পুলিশ হয়রানির কথা চিন্তা করে কেউ এসবের বিরুদ্ধে থানায় পুলিশের কাছে অভিযোগ দিতেও সাহস পায় না বলে জানায় হাজীগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দাগন।