টাঙ্গাইল জেলার ডিবি উত্তর কর্তৃক ৩৫০ গ্রাম হেরোইন  দুই জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃ টাঙ্গাইল জেলার ডিবি উত্তর কর্তৃক ৩৫০ গ্রাম হেরোইন দুই জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৪ জুন ২০২৩ খ্রি.তারিখ ১৩/০৬/২০২৩ ইং তারিখ ডিবি(উত্তর) টাঙ্গাইল একটি চৌকস টিমের অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ১৬.৪৫ ঘটিকার সময় মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মধুপুর থানাধীন পুন্ডুরা সাকিনস্থ ফরিদা (২৫) এবং পাভেল (২৪) দের বসত বাড়ীতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ধৃত আসামী ০১ ফরিদা (২৫), স্বামী-খলিলুর রহমান পিতা- মোঃ ফজলুল হক এবং ধৃত আসামী ০২।পাভেল (২৪) পিতা- মৃত রফিজ মন্ডল,উভয় সাং- পুন্ডুরা থানা- মধুপুর, জেলা- টাঙ্গাইল দ্বয়কে ইং ১৩/০৬/২০২৩ তারিখ ১৭:০০ ঘটিকার সময় গ্রেফতার করা হয় ধৃত আসামীদের বিরুদ্ধে মধুপুর থানার মামলা নং-১২, তারিখ-১৪/০৬/২০২৩ খ্রিঃ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণির ৮(গ)/৪১ রুজু করা হয়।

   ধৃত আসামী 0১।ফরিদা (২৫) এর হেফাজত হতে ১৫০ গ্রাম হেরোইন এবং ধৃত আসামী 0২।পাভেল (২৪), এর হেফাজত ২০০ গ্রাম হেরোইন সর্বমোট (১৫০+২০০)= ৩৫০ গ্রাম হেরোইন, যার আনুমানিক মূল্য =৩৫,০০,০০০/- (পয়ত্রিশ লক্ষ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্বারকৃত ৩৫০ গ্রাম হেরোইন নিজেদের হেফাজতে রাখার বিষয়ে নিজের দোষ স্বীকার করে। উক্ত মাদকের মূল হোতাদের সনাক্ত করার লক্ষে ধৃত আসামী পাভেল (২৪) কে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের নিমিত্তে ০৭ দিনের রিমান্ড চেয়ে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *