সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ

দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়াকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১৮ জুন) দুপুরে উপজেলার নয়াপুর এলাকায় তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুঁড়ে হত্যার চেষ্টা করা হয় বলে চেয়ারম্যান দাবি করছেন। এ ঘটনায় চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া নিজেই বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।লিখিত অভিযোগে বলা হয়, মঙ্গলবার দুপুরে নয়াপুর বাজার এলাকায় আল আরাফাহ ব্যাংকে জমি বিক্রির টাকা জমা দিয়ে বাইরে বের হলে জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলুর ভাতিজা তায়েব শিকদারের নেতৃত্বে তিনটি মোটরসাইকেল যোগে ৬ যুবক আসে। একটি মোটরসাইকেল থেকে এক যুবক চার রাউন্ড গুলি ছুঁড়ে তাকে হত্যার চেষ্টা করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় চেয়ারম্যান হুমায়ুন কবিরকে অশ্লীল ভাষায় গালাগালসহ প্রাণনাশের হুমকি দিয়ে যায় তারা। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন চেয়ারম্যান হুমায়ুন কবির।এলাকাবাসী জানায়, চলতি বছরের ৮ জানুয়ারি জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে শ্লোগান দেয়াকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান শিপলু সমর্থক ও বর্তমান চেয়ারম্যান হুমায়ূন কবির ভূঁইয়া সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় সোনারগাঁ থানায় উভয়পক্ষ মামলা দায়ের করে। সেই থেকে দু’পক্ষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরেই চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে জামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। সাবেক চেয়ারম্যানের ভাতিজা তায়েব শিকদারের নেতৃত্বে ছয় যুবক এসে রাস্তার মধ্যে চার রাউন্ড গুলি ছুড়ে আমাকে হত্যার চেষ্টা করে। গুলি ছোড়ার সময় আমি দৌড়ে সেখান থেকে সরে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছি।’

গুলি ছুঁড়ে চেয়ারম্যানকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করে তায়েব শিকদার বলেন, ‘আমি একজন ছাত্রলীগ কর্মী। স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করি। চেয়ারম্যান সাহেবকে আমি যথেষ্ট সম্মান করি এবং তার বাড়িতে নিয়মিত যাতায়াতও করি। আমি এ ঘটনার সঙ্গে জড়িত না। সেখানে সিসি টিভি ক্যামেরা রয়েছে। সেগুলোর ভিডিও ফুটেজ যাচাই করলেই সত্যতা পাওয়া যাবে।এ ব্যাপারে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, জামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরকে গুলি ছুড়ে হত্যাচেষ্টার অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *